কিংশুক
  
বানান বিশ্লেষণ: ক্+ই+ং+শ্+উ+ক্+অ
উচ্চারণ:  kiŋ.ʃuk 
(কঙ্.শুক্)
    
শব্দ-উৎস: 
সংস্কৃত 
কিম্ -শুক্> 
বাংলা কিংশুক
পদ:  
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা 
{ফুল। প্রজনন 
অঙ্গ |
উদ্ভিদাঙ্গ |
উদ্ভিদাংশ 
|
প্রাকৃতিক লক্ষ্যবস্তু |
এককঅংশ 
| 
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক 
সত্তা | 
সত্তা | }
অর্থ:  পুষ্পের শুক পখির চঞ্চুর মতো, এই বিতর্কের সূত্রে পলাশ ফুলকে কিংশুক 
বলা হয়।   
সমার্থক শব্দাবলি: কিংশুক পলাশ 
পদ:  
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {বৃক্ষ 
| 
কাষ্ঠ-উদ্ভিদ |
ভাস্কুলার উদ্ভিদ |
উদ্ভিদ |
জীবসত্তা 
| 
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক 
সত্তা | 
সত্তা | }
অর্থ: কিংশুক  ফুল যে বৃক্ষে জন্ম। এই অর্থে কিংশুক বৃক্ষ
 
সমার্থক শব্দাবলি: কিংশুক  গাছ, পলাশ
 গাছ [ পলাশ 
(উদ্ভিদ): বিশ্বকোষ]
  সূত্র:  
 
	- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ। 
	১৪০৮। 
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য 
	অকাদেমী। ২০০১। 
-  বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও 
	দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০। 
-  সরল বাঙ্গালা 
	অভিধান । সুবলচন্দ্র 
	মিত্র।