প্রবাসীর 'আশ্বিন ১৩১৮' সংখ্যায় প্রকাশিত
অচলায়তনের গান

অচলায়তনের সংশোধিত পাঠ প্রবাসী পত্রিকায় প্রকাশের জন্য রবীন্দ্রনাথ একটি পাণ্ডুলিপি প্রস্তুত করেন। এই পাঠটির একটি নকল তৈরি করে করেছিলেন নেপালচন্দ্র রায়। রবীন্দ্রভবনে এই পাঠটি 244 সংখ্যক পাঠ হিসেবে সংরক্ষিত আছে। অচলায়তেনর এই পাঠটি প্রবাসী পত্রিকার আশ্বিন ১৩১৮ সংখ্যায় প্রকাশিত হয়।
           [দেখুন 'প্রবাসী আশ্বিন ১৩১৮']

পত্রিকায় প্রকাশিত অচলায়তনের শুরুর পৃষ্ঠার পাদদেশে, লেখা আছে-

'আন্তরিক শ্রদ্ধার নিদর্শন স্বরূপে এই অচলায়তন নাটকখানি অধ্যাপক শ্রীযুক্ত যদুনাথ সরকার মহাশয়ের নামে উৎসর্গ করিলাম।
  ১৫ই আষাঢ় ১৩১৮/শ্রীরবীন্দ্রনাথ'

নিচে প্রবাসীতে প্রকাশিত এই নাটকে গৃহীত গানের তালিকা দেওয়া হলো।


অচলায়তনের গৃহ

১:  তুমি ডাক দিয়েছ কোন্ সকালে
   [পঞ্চকের গান। প্রথম অন্তরা পর্যন্ত। পৃষ্ঠা: ৫৪৫] [তথ্য] [স্থায়ী ও অন্তরা নমুনা]
   [সঞ্চারী ও আভোগ। পৃষ্ঠা: ৪৫৬] [নমুনা]
২. দূরে কোথায় দূরে দূরে [পঞ্চকের গান। পৃষ্ঠা: ৫৫০] [তথ্য] [নমুনা]


পাহাড় মাঠ

৩. এ পথ গেছে কোন্‌খানে গো কোন্‌খানে [পঞ্চকের গান। পৃষ্ঠা: ৫৬০] [তথ্য][নমুনা]
৪.  আমরা চাষ করি আনন্দে [বিচিত্র-১৩০] [পৃষ্ঠা: ৫৬১] [তথ্য] [নমুনা]
৫. কঠিন লোহা কঠিন ঘুমে [বিচিত্র-১২৯] [পৃষ্ঠা: ৫৬২] [তথ্য] [নমুনা]
৬. সব কাজে হাত লাগাই মোরা [বিচিত্র-১২৮]  [পৃষ্ঠা: ৫৬৩] [তথ্য] [নমুনা]
৭. ঘরেতে ভ্রমর এলো গুন্‌গুনিয়ে। [গীতবিতান প্রেম -৩২৬][তাসের দেশ] [তথ্য] [নমুনা]
৮. আমি কারে ডাকি গো [পূজা-১৭১] [পৃষ্ঠা: ৫৬৮] [তথ্য] [নমুনা]
৯. বুঝি এল বুঝি এল [পৃষ্ঠা: ৫৬৮] [নমুনা]
১০. আজ যেমন করে গাইছে আকাশ [পৃষ্ঠা: ৫৬৯]
১১. হা রে রে রে রে [পৃষ্ঠা: ৫৬৯-৭০
১২. ওরে ওরে আমার মন মেতেছে [পৃষ্ঠ: ৫৭৩]
 


দর্ভক পল্লী
১৩. এই মৌমাছিদের [পৃষ্ঠা: ৫৭৬]
১৪.  আমরা তারেই জানি তারেই জানি [পূজা-৮২] [তথ্য] [পৃষ্ঠা: ৫৭৭]
১৫. ও অকূলের কূল [পৃষ্ঠা: ৫৭৬-৫৭৭]
১৬. সকল জনমভর [পৃষ্ঠা: ৫৭৯]
১৭. উতল ধারা বাদল ঝরে [পৃষ্ঠা: ৫৮০]
১৮. আলো আমার, আলো ওগো [বিচিত্র-৪৬] [পৃষ্ঠা: ৫৮৩][তথ্য]
১৯. যিনি সকল কাজের কাজী।[পূজা-৮১] [পৃষ্ঠা: ৫৮৪] [তথ্য]
২০. যা হবার তা হবে। [পূজা-৮৩] [তথ্য]
২১, আমি যে সব নিতে ধাই রে [পৃষ্ঠা: ৫৮৬]
২২. আর নহে, আর নয় [পূজা-৩৮৩] [পৃষ্ঠা: ৫৮৭] [তথ্য]


এই মৌমাছিদের ঘরছাড়া কে করেছে [প্রকৃতি-২৭৪] [তথ্য]
ও অকূলের কূল,ও অগতির গতি [পূজা-৭০] [তথ্য]