অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে—
মৌনবীণার তন্ত্র আমার জাগাও সুধারবে
॥
বসন্তসমীরে
তোমার ফুল-ফোটানো বাণী
দিক পরানে আনি—
ডাকো তোমার
নিখিল-উৎসবে
॥
মিলনশতদলে
তোমার প্রেমের অরূপ মূর্তি দেখাও ভুবনতলে।
সবার সাথে মিলাও আমায়,
ভুলাও অহঙ্কার,
খুলাও
রুদ্ধদ্বার
পূর্ণ করো প্রণতিগৌরবে
॥
পত্রিকা:
সঙ্গীতবিজ্ঞান-প্রবেশিকা পত্রিকা [আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ। অনাদিকুমার দস্তিদারকৃত স্বরলিপিসহ মুদ্রিত হয়েছিল। পৃষ্ঠা ৩৬৩-৩৬৬] [নমুনা]
রেকর্ডসূ্ত্র
:প্রকাশের কালানুক্রম:
গানটি প্রথম প্রকাশিত হয়েছিল সঙ্গীতবিজ্ঞান-প্রবেশিকা পত্রিকা 'র 'আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ' সংখ্যায়। এরপরগ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি [স্বরবিতান প্রথম খণ্ডের (সংস্করণ ভাদ্র ১৪১৩) ৫১ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৪৭-৪৯।]
স্বরলিপিকার:
অনাদিকুমার দস্তিদার।
স্বরলিপিটি
সঙ্গীতবিজ্ঞান-প্রবেশিকা পত্রিকা
(আশ্বিন ১৩৩৮)
থেকে
স্বরবিতান প্রথম
খণ্ড গৃহীত হয়েছে।
সুর ও তাল:
স্বরবিতান প্রথম খণ্ডে (সংস্করণ ভাদ্র ১৪১৩) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।২।২ ছন্দে ''তেওরা' তালে নিবদ্ধ। [স্বরলিপি]
রাগ: হাম্বীর। তাল: তেওরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২৩]
রাগ: কেদারা। তাল: তেওরা
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য
সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৪৬।]
[তেওরা
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
গ্রহস্বর: পর্সা।
লয়: মধ্য।