বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে।
পাঠ ও পাঠভেদ:
-
গীতবিতান অখণ্ড ( বিশ্বভারতী,
কার্তিক ১৪১২ )-এর
পূজা
পর্যায়ের ২৭২ সংখ্যক গান। উপবিভাগ
জাগরণ
৯,
অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে—
মৌনবীণার তন্ত্র আমার জাগাও সুধারবে॥
বসন্তসমীরে তোমার ফুল-ফোটানো বাণী
দিক পরানে আনি—
ডাকো তোমার নিখিল-উৎসবে॥
মিলনশতদলে
তোমার প্রেমের অরূপ মূর্তি দেখাও ভুবনতলে।
সবার সাথে মিলাও আমায়, ভুলাও অহঙ্কার,
খুলাও রুদ্ধদ্বার
পূর্ণ করো প্রণতিগৌরবে॥
-
তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান: RBVBMS 028
পাণ্ডুলিপিতে লিখিত এই গানের নিচে তারিখ
উল্লেখ আছে '৩ মাঘ/১৩১৪'। উল্লেখ্য
১৩৩৪
বঙ্গাব্দের মাঘ
মাসের ১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে এই
গানটি-সহ মোট ১১টি গান রচনা করেন। এর ভিতরে
এই
গানটি রচনা করেছিলেন ৩রা মাঘ। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৬৬ বৎসর ৯ মাস
[রবীন্দ্রনাথের
৬৬ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
গীতবিতান
-
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, ১৩৩৯ বঙ্গাব্দ। আধুনিক সংগ্রহ। পৃষ্ঠা ৮২৯] [নমুনা]
-
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ [বিশ্বভারতী,
মাঘ ১৩৪৮, পর্যায়:
পূজা, উপবিভাগ:
জাগরণ
৯, পৃষ্ঠা: ১১৩]
[নমুনা]
-
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ ( বিশ্বভারতী,
কার্তিক ১৪১২), পর্যায়:
পূজা: ২৭২,
উপবিভাগ:
জাগরণ
৯।
স্বরবিতান প্রথম
খণ্ডের (সংস্করণ ভাদ্র ১৪১৩) ৫১ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৪৭-৪৯।
[নমুনা]
পত্রিকা:
প্রকাশের কালানুক্রম: গানটি প্রথম প্রকাশিত হয়েছিল
সঙ্গীতবিজ্ঞান-প্রবেশিকা পত্রিকার 'আশ্বিন
১৩৩৮ বঙ্গাব্দ' সংখ্যায়। এরপর
১৩৩৯ বঙ্গাব্দে আশ্বিন মাসে প্রকাশিত
গীতবিতান
-এর
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণ
-এ
গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল
'আধুনিক সংগ্রহ' বিভাগে ।
এরপর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ
মাসে। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা
পর্যায়ের
জাগরণ
উপবিভাগের ৯ সংখ্যক গান
হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ২৭২ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। গানটি একইভাবে
অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ
প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
[স্বরলিপিটি
'সঙ্গীতবিজ্ঞান-প্রবেশিকা পত্রিকা'
(আশ্বিন ১৩৩৮)
থেকে
'স্বরবিতান প্রথম'
-এ গৃহীত হয়েছে।]
পর্যায়:
[স্বরবিতান-১-এ
গানটির স্বরলিপিতে কোনো নির্দিষ্ট
রাগের উল্লেখ
নেই।]
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা:
২৩]
কেদারা।
-
[রাগ-রাগিণীর এলাকায়
রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ
রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা:
৪৬
।]
তাল:
-এ
গানটির স্বরলিপিতে কোনো নির্দিষ্ট
তালের উল্লেখ
নেই। উক্ত স্বরলিপিটি মাত্রা
৩।২।২
ছন্দে
তেওরা
তালে নিবদ্ধ।]
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা:
২৩]
[রাগ-রাগিণীর এলাকায়
রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ
রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা:
৪৬।]
[তেওরা
তালে নিবদ্ধ গানের তালিকা]
গ্রহস্বর:
পর্সা
লয়: মধ্য।