এই গ্রন্থের আশ্বিন ১৪১৩ মুদ্রণের ৩৯ পৃষ্ঠায় মুদ্রিত প্রজ্ঞাপনটি নিচে উল্লেখ করা হলো।
'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' রচনার কৌতুকদীপ্ত
কাহিনী 'জীবনস্মৃতি' গ্রন্থের 'ভানুসিংহের কবিতা' অধ্যায়ে কবি বর্ণনা করিয়াছেন। এই
কাব্যগ্রন্থের প্রথম প্রকাশকালে উহাতে ২১টি পদ ছিল; উত্তরকালে আর-একটি ভানুসিংহের
পদ ১২৯২ সালের প্রচার মাসিক পত্রে ও পরে 'কড়ি ও কোমল' কাব্যে প্রকাশিত হয়। ১২৯১
সালে 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' প্রথম প্রকাশিত হইলেও, উহার কবিতাগুলি পুরাতন লেখা;
ভারতী মাসিক পত্রে ১২৮৪ হইতে ১২৮৮ সাল পর্যন্ত বিভিন্ন সংখ্যায় ১৩টি রচনা প্রকাশিত
হইতে দেখা যায় "শাওনগগনে ঘোর ঘনঘটা" পদটি ১২৮৪ আশ্বিন-সংখ্যায় মুদ্রিত হয়।
প্রত্যেকটি রচনার সুর 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী'তে প্রথমাবধি উল্লিখিত থাকিলেও,
অনেকগুলি গানের সুর হারাইয়া গিয়াছে মনে হয়। পূর্বে যেগুলির স্বরলিপি প্রকাশিত ছিল
এবং ইন্দিরাদেবী যেগুলির সুর স্মৃতি হইতে উদ্ধার করিয়া স্বরলিপি করিয়া দিয়াছেন
তাহাই এই গ্রন্থে প্রকাশিত (আশ্বিন ১৩৫৮) হয়। |
স্বরবিতান ২১ খণ্ডে মুদ্রিত গানগুলির তালিকা নিচে দেওয়া হলো।
আজু, সখি, মুহু মুহু [ভানুসিংহঠাকুরের
পদাবলী-১১] [তথ্য]
গহন
কুসুমকুঞ্জ-মাঝে
[ভানুসিংহঠাকুরের
পদাবলী-৮]
[তথ্য]
বজাও রে মোহন বাঁশি
[ভানুসিংহঠাকুরের পদাবলী-১০]
[তথ্য]
বাদরবরখন, নীরদগরজন
[ভানুসিংহঠাকুরের
পদাবলী-১৩]
[তথ্য]
মরণ রে, তুঁহু মম শ্যামসমান
[প্রেম-১৮১] [তথ্য]
শাঙনগগনে ঘোর ঘনঘটা [প্রকৃতি-৩১]
[তথ্য]
শুন লো
শুন
লো বালিকা
[ভানুসিংহঠাকুরের
পদাবলী-২]
[তথ্য]
সজনি সজনি রাধিকা লো
[ভানুসিংহঠাকুরের
পদাবলী-৫] [তথ্য]
সতিমির রজনী, সচকিত সজনী
[ভানুসিংহঠাকুরের
পদাবলী-৯] [তথ্য]
হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে
[ভানুসিংহঠাকুরের
পদাবলী-৩] [তথ্য]