রোয়াংছড়ি
চট্টগ্রাম [বাংলাদেশ] বিভাগের বান্দরবান জেলার অন্তর্গত একটি উপজেলা।

বহু আগে রখইং ছড়া এবং তারাছা খালের সঙ্গমস্থলে মার্মা নৃগোষ্ঠীর একটি দল বসতি স্থাপন করেছিল। রখইং ছড়ার তীরে এই জনপদকে মার্মারা নাম দিয়েছিল রখইং ওয়াহ্। উল্লেখ্য মার্মা ভাষার রখইং ওয়াহ্-এর অর্থ হলো-  রখইং ছড়ার মোহনা। কালক্রমে ব্যবসা-বাণিজ্যের সূত্র ধরে এখানে বাঙালি জনগোষ্ঠী বসতি স্থাপন করে। বাঙালিদের মুখে রখইং ওয়াহ্- হয়ে যায় রোয়াংছড়ি।

ভৌগোলিক অবস্থান: ২২°০৩'থেকে ২১°২০' উত্তর অক্ষাংশ ৯২°১৪' থেকে ৯২°৩০' পূর্ব দ্রাঘিমাংশ। বান্দরবান জেলা সদর থেকে এর দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। এ উপজেলার দক্ষিণে রুমা উপজেলা, পশ্চিমে বান্দরবান সদর উপজেলা, উত্তরে
রাঙ্গামাটি জেলার রাজস্থলী এবং পূর্বে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা অবস্থিত।

আয়তন: ৪৪২.৮৯ বর্গকিলোমিটার।

নদনদী ও খাল বিল: এই উপজেলার ভিতর দিয়ে সাঙ্গু নদী প্রবাহিত হয়েছে। এছাড়া এই উপজেলায় রয়েছে 
তারাছা খাল।

জনসংখ্যা ও জাতি সত্তা: ২০১১ খ্রিষ্টাব্দের পরিসংখ্যান অনুযায়ী রোয়াংছড়ি উপজেলার জনসংখ্যা ২২,৬২৯ জন। এর মধ্যে পুরুষ ১২,২৪৩ জন এবং মহিলা ১০,৩৮৬ জন। মোট জনসংখ্যার ৮.৫১% মুসলিম, ০.৯৭% হিন্দু, ৬৮.৯০% বৌদ্ধ, ১৬.৬৪% খ্রিষ্টান এবং ৪.৯৮% অন্যান্য ধর্মাবলম্বী। এ উপজেলায় মার্মা, চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, মুরং, বম, খেয়াং, খুমী প্রভৃতি  নৃ-গোষ্ঠীর মানুষ বসবাস করে।

উপাসনালয়: এই উপজেলায় রয়েছে ৪টি মসজিদ, ২টি মন্দির, ২৪টি বিহার এবং ৮টি গীর্জা রয়েছে।
শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান: এই উপজেলার স্বাক্ষরতার হার ২৩.৮০%। এ উপজেলায় ১টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৪৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

যোগাযোগ: রোয়াংছড়ি উপজেলায় যোগাযোগের প্রধান সড়ক হল বান্দরবান-রোয়াংছড়ি সড়ক।

অর্থকরী ফসল:
তিল, ভুট্টা, চিনা বাদাম, সরিষা, মসূর, আলু, মিষ্টি আলু, বারমাসি শিম, ঢেরস, বেগুন, পাহাড়ী মরিচ ইত্যাদি। মসল্লা জাতীয় ফসলের মধ্যে যেমন- আদা, হলুদ, পেঁয়াজ, রসুন, তেজপাতা, ধনিয়া, মরিচ, বিলাতি ধনিয়া ইত্যাদি।

প্রাকৃতিক সম্পদ: বিভিন্ন প্রজাতির গাছ, বাঁশ, বেত, পাথর বালি ইত্যাদি।
প্রাণিজ সম্পদ: গরু, ছাগল, হরিণ, ভাল্লুক, বানর, শুকর, গয়াল, হাতি, ইত্যাদি।

যোগাযোগ:
বান্দরবান সদর থেকে রুমা উপজেলায় যোগাযোগের প্রধান সড়ক হল বান্দরবান-রুমা সড়ক।
 
প্রশাসন: বর্তমানে এই উপজেলাটিতে ৪টি ইউনিয়ন রয়েছে। এগুলো হলো-  রোয়াংছড়ি সদর, তারাছা, আলেক্ষ্যং, নোয়াপতং।

ইতিহাস: ১৯৭৬ খ্রিষ্টাব্দে রুমা,রোয়াংছড়ি থানা প্রতিষ্ঠিত হয়। ১৯৮৩ খ্রিষ্টাব্দ রোয়াংছড়িকে উপজেলায় উন্নীত করা হয়।

সংসদীয় আসন: ৩০০ পার্বত্য বান্দরবান।

দর্শনীয় স্থান: রোয়াংছড়ি বৌদ্ধ বিহার, তিনাপ সাইতার।


তথ্যসূত্রঃ