সাঙ্গু
এর অন্য নাম শঙ্খ নদী

বাংলাদেশের চট্টগ্রাম এবং  বান্দরবান জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি পাহাড়ি নদী বিশেষ। এর দৈর্ঘ্য প্রায় ২৯৪ কিলোমিটার আর গড় প্রস্থ ১১৯ মিটার। দৈরঘ্যের বিচারে এই অঞ্চলের দীর্ঘতম নদী কর্ণফুলী,
আর দ্বিতীয় স্থানে রয়েছে এই নদী।

বাংলাদেশের বান্দরবান জেলার উত্তর আরাকান  পাহাড়ের অজস্র পাহাড়ি ঝর্না জলপ্রবাহের সূত্রে এই নদীর  সৃষ্টি হয়ে, থানচি উপজেলার রেমক্রি ইউনিয়নের ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। নদীটি উত্তর দিকে থানচি, বান্দরবান সদর, রোয়াংছড়ি  উপজেলার ভিতর দিয়ে সর্পিলাকারে উত্তর দিকে প্রবাহিত হয়েছে। এরপর চট্টগ্রাম জেলার বাঁশখালি এবং সাতকানিয়া উপজেলার ভিতর দিয়ে সোজা পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। এই নদীর প্রধান উপনদী ডলু, সাতাকানিয়া উপজেলার উপর দিয়ে উত্তরমুখে প্রবাহিত হয়ে সাঙ্গু নদীর সাথে মিলিত হয়েছে। এর অপর উপনদী চান্দখালি পটিয়ার উপর দিয়ে প্রবাহিত হয়ে, এই নদীর সাথে মিলিত হয়েছে। এই নদীর ভাটি অঞ্চলে কুমিরাখালির সঙ্গে মিলিত হয়েছে এবং উভয় নদীর মিলিত শ্রোত কুতুবদিয়া চ্যানেলে পতিত হয়েছে।

এই নদীর উপর রয়েছে কিছু উল্লেখযোগ্য জলপ্রপাত। এগুলো হলো-

উপরের মানচিত্রটি বাংলাপিডিয়া থেকে গ্রহণ করা হয়েছে। [http://bn.banglapedia.org]