উবেইদিয়া
Ubeidiya

প্রাচীন
প্যালেস্টাইনের জর্ডন উপত্যাকায় অবস্থিত একটি প্রাচীন জনপদ। গেলাসিয়ান আমলের প্রায় ২,৩০,০০০ খ্রিষ্টপূর্বাব্দের দিকে আফ্রিকা থেকে আগত হোমো ইরেক্টাসরা, বর্তমান ইস্রায়ে অধিকৃত গোলন মালভূমির উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত রাম হ্রদে কাছে বসতি স্থাপন করেছিল। এই অঞ্চলে পাওয়া গেছে বিখ্যাত ভাস্কর্য নারীর মূর্তি হিসেবে এর নামকরণ করা হয়েছে 'বেরেখাত রানের ভেনাস' (Venus of Berekhat Ram)এই সময় উবেইদিয়া অঞ্চলে এরা বসতি স্থাপন করেছিল। প্রায় একই সময়ে হোমো স্যাপিয়েন্সদের কয়েকটি দল আফ্রিকা থেকে এই অঞ্চলে চলে এসেছিল।

প্রায় ১৮ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে আফ্রিকা থেকে আগত হোমো স্যাপিয়েন্সদের কয়েকটি দল ব্র্তমান উবেইদিয়াতে বসতি গড়ে তুলেছিল। প্রত্নতাত্ত্বিক গবেষণার সূত্রে এখানে পাওয়া গেছে ১৭ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের মানুষ এবং অন্যান্য কিছু প্রাণীর জীবাশ্ম এ সকল জীবাশ্মের পাশাপাশি পাওয়া  গেছে পাথিয়ে হস্ত-কুঠার ও অন্যান্য উপকরণ।

সূত্র: