ল্ড্রেডিয়া মহা-মহাদেশ
ইংরেজি: Oldredia
প্রাচীন পৃথিবীর একটি মহামহাদেশ।

প্রায় ৬৩ কোটি ৫০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে
রোডিনা মহা-মহাদেশ অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এই মহা-মহাদেশটি প্রাথমকিভাবে তিনটি ভাগে বিভাজিত হয়েছিল। এই ভাগ তিনটি হলো প্রোটো লাউরাসিয়া (Proto-Laurasia), প্রোটো-গণ্ডোওয়ানা (Proto-Gondwana) এবং ক্ষুদ্রাকার কঙ্গো ক্রেটন। প্রোটো লাউরাসিয়া দক্ষিণ মেরুর দিকে ঘুরে যায়। পক্ষান্তরে এর উল্টোদিকে ঘুরে প্রোটো-গণ্ডোওয়ানা।

৬০ কোটি বৎসর আগে কঙ্গো ক্রেটন এই দুটি মহা-মহাদেশের মধ্যস্থলে চলে আসে। সব মিলিয়ে তৈরি হয় একটি বৃহৎ মহা-মহাদেশটি। এর দক্ষিণে ছিল প্রোটো লাউরেশিয়া, মাঝে ছিল কঙ্গো ক্রেটন এবং উত্তর গোলার্ধ বরাবর ছিল  প্রোটো-গণ্ডোওয়ানা। শুরুর দিকে এর আকৃতি ছিল ইংরেজি ভি বর্ণের মতো।  বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন প্যান্নোশিয়া মহা-মহাদেশএই মহাদেশটি খুব বেশিদিন স্থায়ী ছিল না। ৫৫ কোটি ৪০ লক্ষ বৎসর আগে এই মহা-মহাদেশ ভেঙে যায় এবং ভূখণ্ডগুলো নতুনভাবে সজ্জিত হয়ে চারটি প্রধান মহা-মহাদেশে পরিণত হয়। এই মহাদেশগুলো হলো লাউরেনশিয়া, বাল্টিকা, সাইবেরিয়া ক্র্যাটন এবং গোণ্ড্‌ওয়ানা মহা-মহাদেশ

এই মহা-মহাদেশগুলো পূনর্বিন্যাসিত হয়ে, ৪১ কোটি ৮০ লক্ষ বৎসর আগে ভূখণ্ডগুলো একটি অস্থায়ী দশায় পৌঁছায়।  বিজ্ঞানীরা এই দশাটির নাম দিয়েছেন ওল্ড্রেডিয়া মহা-মহাদেশ। কিন্তু ৩৮ কোটি বৎসর আগে এই মহা-মহাদেশ বিভাজিত হয়ে যায় এবং নতুনভাবে সজ্জিত হতে থাকে।
প্রায় ৩৬ কোটি বৎসর আগে কারু বরফযুগের সূচনা ঘটে। প্রচণ্ড শীতল আবহাওয়ার ভিতরেই ভূখণ্ডগুলোর নবতর সজ্জা-প্রক্রিয়া চলতে থাকে। ৩০ কোটি বৎসরে আগে লাউরেনশিয়া (Laurentia), বাল্টিকা (Baltica), এ্যাভেলোনিয়া ক্রেটন (Avalonia cratons)-এর মধ্যে সমন্বয় হয়। এই সজ্জার ফলে একটি ক্ষুদ্রাকার মহা-মহাদেশের জন্ম হয়েছিল। বিজ্ঞানীরা এই নবগঠিত ভূখণ্ডকে নাম দিয়েছেন ইউরোমেরিকা (Euramerica)।