অঙ্ক্য
বানান
বিশ্লেষণ :
অ+ঙ্+ক্+য্+অ।
উচ্চারণ:
oŋ.ko
(ওঙ্.কো)
শব্দ-উৎস:
সংস্কৃত অঙ্ক্য>
বাংলা অঙ্ক্য
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√
অঙ্ক্ (আঁকা, চিহ্নিত করা)+
য (যৎ)
পদ:
১.বিশেষণ।
অর্থ:
১.১. যা চিত্রকরণযোগ্য।
সমার্থক শব্দাবলি: অঙ্কনীয়, চিত্রকরণীয়।
বিপরীতার্থক শব্দ: অঙ্ক্যা [স্ত্রীলিঙ্গার্থে]
১.২. যা কোলের যোগ্য।
২.
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{ ।
বাদ্যযন্ত্র |
ডিভাইস |
যন্ত্র |
যন্ত্রীকরণ |
মনুষ্য-সৃষ্টি |
এককঅংশ |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা | }
অর্থ: ভারতীয়
সঙ্গীতশাস্ত্রমতে যে বাদ্যযন্ত্র অঙ্কে বা কোলে রেখে বাজানো হয়। এই যন্ত্রগুলি মূলত কোলে রেখে বাদিত হয়,
তাই এর জাতিগত নাম রাখা হয়েছে অঙ্ক্য।
এই জাতীয় যন্ত্রের মুখ ১৪ আঙ্গুল পরিমিত,
আকার হরীতকীর মত
হয়ে থাকে ।
এই জাতীয় বাদ্যযন্ত্রগুলোর মধ্যে রয়েছে-
মৃদঙ্গ, খোল, পাখোয়াজ ইত্যাদি।
সূত্র:
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও দ্বিতীয় খণ্ড)।
- জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- ভারতীয় সঙ্গীতকোষ। শ্রীবিমলাকান্ত রায় চৌধুরী
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র।
- wordnet 2.1