গবড়া
বানান বিশ্লেষণ: গ্+অ+ব+অ+ড়্+আ
উচ্চারণ: গ.বো.ড়া (
gɔ.bo.ra)।
শব্দ-উৎস: দেশী
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকত

অর্থ: উত্তর ভারতীয় রাগ বিশেষ।
শব্দ বিবর্তন:

রাগ পরিচিত: এই রাগ সম্পর্কে বিস্তারিত জানা যায়। চর্যাগীতিতে এই রাগের উল্লেখ আছে বটে, কিন্তু এর কোনো ক্রিয়াত্মক পরিচয় জানা যায় নি।

 


তথ্যসূত্র: