কলাবতী
উত্তর ভারতীয় সঙ্গীত শাস্ত্রে বর্ণিত খাম্বাজ ঠাট-এর একটি রাগ বিশেষ। এই রাগটি মূলত দক্ষিণ ভারতীয় রাগ। কোমল নিষাদ ব্যবহারের জন্য এই রাগকে উত্তর ভারতীয় পদ্ধতিতে খাম্বাজ ঠাটের রাগ হিসাবে মানা হয়।  এই রাগের নিষাদ বক্র। রাগটি করুণ প্রকৃতির।

আরোহণ:  স গ প ধ ণ  র্স      
অবরোহণ: র্স ণ ধ প গ স
ঠাট: খাম্বাজ
জাতি: ঔড়ব-ঔড়ব
বাদীস্বর: প
সমবাদী স্বর: স
অঙ্গ: পূর্বাঙ্গ।
সময়:  রাত্রি দ্বিতীয় প্রহর
পকড় : সগ, প‌ধ, ণধপ, গপ, ধ ণ ধর্স- স ণ ধ প গ পধ গপগ পগ স