প্রাচীন ভারতীয়
বোট্ট গ্রামরাগের অন্তর্গত ভাষারাগ বিশেষ। বৃহদ্দেশী গ্রন্থে [পৃষ্ঠা
১৯১] যাষ্টিকের উদ্ধৃতিতে এই গ্রামরাগের রাগের অধীনে এই ভাষা রাগের উল্লেখ করা হয়েছে।
বৃহদ্দেশীতে [পৃষ্ঠা: ২৩৫ ] এই রাগটিকে সম্পূর্ণ জাতীয় বলা হয়েছে। এর মধ্যম
স্বরটি উজ্জলতার সাথে প্রতিভাত হয়। মঙ্গল বিধানের জন্য এই রাগটি ব্যবহৃত হয়ে বলে এর
নাম- মঙ্গল। নিচে বৃহদ্দেশীর বিবরণ অনুসরণে রাগবিরিচিত তুলে ধরা হলো।
গ্রাম:
ষড়্জ গ্রাম
গ্রামরাগ:
বোট্ট
গীত পর্যায়:
রাগগীতি
রাগ প্রকৃতি:
ভাষা
জাতি: সম্পূর্ণ -সম্পূর্ণ
অংশস্বর : পঞ্চম
ন্যাস স্বর:
মধ্যম
বৃহদ্দেশীতে যুক্ত আক্ষিপ্তিকা

তথ্যসূত্র:
- বৃহদ্দেশী। মতঙ্গ। সম্পাদনা রাজ্যেশ্বর মিত্র। বিশ্বভারতী, কলকাতা।