নাদ্যা
প্রাচীন ভারতীয় সঙ্গীত শাস্ত্রে বর্ণিত বেসরষাড়ব গ্রামরাগের ভাষারাগ বিশেষ।  

খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে মতঙ্গের রচিত বৃহদ্দেশী গ্রন্থে [পৃষ্ঠা: ২৩৮] এই রাগের প্রথম উল্লেখ পাওয়া যায়। এই রাগের পঞ্চম বর্জিত হয়। এতে গান্ধার মন্দ্রস্থানে ব্যবহৃত হয়।

নাদ্যা ভাষারাগের পরিচিতি
গ্রাম: ষড়্‌জ গ্রাম
গ্রামরাগ: বেসরষাড়ব
রাগ প্রকৃতি: ভাষারাগ
জাতি: ষাড়ব - ষাড়ব [পঞ্চম বর্জিত]
অংশ স্বর: ষড়্‌জ
ন্যাস স্বর: মধ্যম
বৃহদ্দেশীতে এর নিম্নরূপ আলাপ দেওয়া হয়েছে।


তথ্যসূত্র: