পরজ
উত্তর ভারতীয় সঙ্গীতশাস্ত্রে বর্ণিত পূরবী ঠাটের অন্তর্গত একটি রাগের নাম। এটি একটি চঞ্চল প্রকৃতির রাগ। মধ্য ও তার সপ্তকে এই রাগের বিস্তার ঘটে। উভয় মধ্যম ব্যবহৃত হয়। এই রাগে দ প গ ম গ ও হ্ম দ ন র্স স্বরবিন্যাস প্রচুর ব্যবহৃত হয়ে থাকে।

আরোহণ:  ন্ স গ, হ্ম দ ন র্স    
অবরোহণ: র্স ন দ প, হ্ম প দ প, গ হ্ম গ, ম গ ঋ স
ঠাট: পূরবী
জাত: ঔড়ব-সম্পূর্ণ
বাদীস্বর : ম (মতান্তরে প)
সমবাদী স্বর: প
অঙ্গ: উত্তরাঙ্গ।
সময়: রাত্রি শেষ প্রহর বা প্রাতঃকালীন সন্ধিপ্রকাশ রাগ
পকড় : র্স, ন দ প, হ্ম প দ প, গ হ্ম গ


তথ্যসূত্র: