প্রভাকেলি

ওস্তাদ আলাউদ্দীন খান-এর রচিত রাগ। মালকোষগুণকেলি রাগের সংমিশ্রণে তিনি এই রাগটি তৈরি করেছিলেন। এই রাগ সম্পর্কে ওস্তাদ আলাউদ্দীন খান সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা পত্রিকার লিখেছিলেন- 'আমি সঙ্গীত সম্বন্ধে বিশেষ কিছুই জ্ঞাত নহি। তাঁহার আশীর্ব্বাদ ও শ্রীচরণ কৃপাবলে আমি অপরিচিত নামে কয়েকটী রাগরাগিণী তৈয়ারী করিয়াছি। সেগুলি সঙ্গীতাচার্য ও সঙ্গীতজ্ঞ গুণীজন মহোদয়গণের চরণের অর্পণ করিলাম। ইহাতে যাহা কিছু দোষ গুণ হইয়া থাকে, অনুগ্রহ করায়া তাহা শুদ্ধ করিয়া প্রচার করিলে আপনাকে কৃতার্থ মনে করিব।'
আরোহণ : স ঋ ম দ ণ দ র্স
অবরোহণ : র্স ণ দ ম ঋ র্স
ঠাট ভৈরব
জাতি : ঔড়ব-ঔড়ব। [গ প বর্জিত]
বাদীস্বর: কোমল ধৈবত
সমবাদী স্বর: কোমল ঋষভ
অঙ্গ: পূর্বাঙ্গ।
সময় : ।
পকড় : স ম ঋ স, দ ম ণ দ র্স, ণ দ ম ঋ স।

তথ্যসূত্র:

সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা। কার্তিক, ৮ম বরষ, ৭ম সংখ্যা-১৩৩৮।