রবিকোষ
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে  খাম্বাজ ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। রাগটির প্রকৃতি শান্ত। উভয় গান্ধার ব্যবহৃত হয়। এই রাগে বাগেশ্রী, রাগেশ্রী, মালগুঞ্জী এবং মালকোষ-এর সামান্য প্রভাব লক্ষ্য করা যায়।

   
আরোহণ:  স  গ ম ধ ণ র্স
   
অবরোহণ : র্স ণ ধ ম, গ, র জ্ঞস
   
ঠাট : খাম্বাজ
    জাতি : ঔড়ব (ঋষভ ও পঞ্চম)-ঔড়ব (পঞ্চম)।
   
বাদীস্বর : মধ্যম
   
সমবাদী স্বর : ষড়্জ
   
অঙ্গ :  পূর্বাঙ্গ।
   
সময় : রাত দ্বিতীয় প্রহর।
    পকড় : স গ ম, ণ ধ ম, গম, রজ্ঞস।

জগৎঘটক-কৃত নজরুল সঙ্গীতের স্বরলিপি বেণুকাতে [নজরুল ইন্সটিটিউট, আষাঢ়, ১৪১৩ বঙ্গাব্দ জুন, ২০০৬ খ্রিষ্টাব্দে]-'গভীর রাতে জাগি খুঁজি তোমায় গানে'র যে স্বরলিপি দেওয়া হয়েছে, তাতে রাগ রবিকোষের পরিচয় উপরে লিখিত পরিচয়ের চেয়ে ভিন্নতর।
   স্বরলিপি:
 [নমুনা]


তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। ১৫ এপ্রিল ১৯৮৩।