সিংহেন্দ্রমধ্যম
দক্ষিণ ভারতীয় সঙ্গীত শাস্ত্রে বর্ণিত ৫৭ সংখ্যক মেল। গোবিন্দাচার্যের মেল তালিকায় এই রাগের নাম পাওয়া যায় 'সিংহেন্দ্রমধ্যম' হিসেবে। বেঙ্কটমখীর মেল তালিকায়- এই মেলটি 'সিমন্তিনী' নামে পাওয়া যায়। দক্ষিণ ভারতীয় পদ্ধতিতে এর স্বরপরিচয় 'সা রি গি মি পা ধা নু র্স'। উত্তর ভারতীয় পদ্ধতিতে- আকার মাত্রিক স্বরলিপিতে লেখা হয়- স র জ্ঞ হ্ম প দ ন র্স। উল্লেখ্য এই মেলের নিষাদটি কাকলি নিষাদ। প্রাচীন শ্রুতি বিভাজন অনুসারে এই স্বরটি একালের শুদ্ধ নিষাদ হয়। উত্তরভারতীয় রাগের ইমনের শুদ্ধগান্ধার ও শুদ্ধ ধৈবতের পরিবর্তে কোমল গান্ধার ও কোমল ধৈবত ব্যবহার করলে সিংহেন্দ্রমধ্যমের রূপ পাওয়া যায়।

এই মেলের অন্তর্গত রাগগুলো হলো- সুনাদপ্রিয়, সীমন্তিনী, ভ্রমরসুখী, পদ্মমুখী, মাধবমনোহরী, শেষনাদ, ভ্রমরহংসী ঘণ্টাণ, বিজয় সরস্বতী , সর্বাঙ্গী, ধবলহংসী, শুদ্ধরাগ ও ভ্রমরকোকিল।

আরোহণ:  স র হ্ম প দ ন  র্স      
অবরোহণ: র্স ন দ প হ্ম জ্ঞ র স
মেল:  সিংহেন্দ্র মধ্যম
জাতি: সম্পূর্ণ-সম্পূর্ণ
বাদীস্বর: প
সমবাদী স্বর: স
অঙ্গ: পূর্বাঙ্গ।
সময়: রাত্রি দ্বিতীয় প্রহর


তথ্যসূত্র: