শ্রীহিন্দোল
উত্তর ভারতীয়
সঙ্গীত পদ্ধতিতে
কল্যাণ ঠাটের অন্তর্গত
বিলুপ্ত রাগ বিশেষ।
হিন্দোল
ও মালশ্রী
রাগের মিশ্রণে সৃষ্টি হয়েছে। এর
আরোহণে
হিন্দোল
এবং অবরোহণে মালশ্রী
রাগের রূপ স্পষ্টতই অনুভব করা যায়।
তবে হিন্দোলের প্রভাব সবচেয়ে বেশি।
আরোহণ:
স, গ হ্ম ধ ন র্স
অবরোহণ: র্স ন র্স প হ্ম প গ স
ঠাট:
কল্যাণ
জাতি: ঔড়ব -ঔড়ব
বাদীস্বর: গান্ধার
সমবাদী স্বর: ধৈবত
অঙ্গ: পূর্বাঙ্গ।
সময়: রাত্রি দ্বিতীয় প্রহর।
তথ্যসূত্র:
-
শ্রীহিন্ডোল (পরিচয়)। সেখ কাদের বক্স।
সঙ্গীতবিজ্ঞান প্রকাশিকা। ৫ম বর্ষ, অগ্রহায়ণ ১৩৩৫)