শুদ্ধকৈশিকমধ্যম

প্রাচীন ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে ষড়্‌জগ্রামের রাগ বিশেষ। মতঙ্গের রচিত বৃহদ্দেশী গ্রন্থ মতে- এই রাগের উৎপত্তি হয়েছে কৌশিকী ও  ষড়্‌জমধ্‌যমা জাতির মিশ্রণে। ফলে ষড়্‌জ গ্রামের রাগ হওয়া সত্বেও মধ্যম গ্রামের ছায়া পাওয়া যায়। এই রাগে নিষাদ ও গান্ধারের অল্প প্রয়োগ হয়। এর নিষাদ কাকলী ব্যবহৃত হয়। এই রাগ নাটকের নির্বহণ সন্ধিতে ব্যবহৃত হতো।
গ্রাম: মধ্যম গ্রাম
জাতি: ঔড়ব-ওড়ব (পঞ্চম ও ঋষভ বর্জিত)
অংশস্বর /বাদীস্বর: ষড়্‌জ
সমবাদী স্বর: মধ্যম
অনুবাদী স্বর
গ্রহস্বর: তার মধ্যম
ন্যাস স্বর: মধ্যম
রস: রৌদ্র ও বীর

তথ্যসূত্র: