সিন্ধুড়া
অন্য নাম: সিন্ধুরা
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে কাফি ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। প্রকৃতি ক্ষুদ্র।

আরোহণ: স র ম প ধ র্স
অবরোহণ: র্স ণ ধ প, ম জ্ঞ, র ম জ্ঞ র স
ঠাট: কাফি
জাতি : সম্পূর্ণ-ষাড়ব
অঙ্গ:পূর্বাঙ্গ।
বাদীস্বর: মধ্যম (মতান্তরে ষড়্‌‌জ)
সমবাদী স্বর: ষড়্‌‌জ (মতান্তরে পঞ্চম)
সময়: বর্ষাকালের যে কোনো সময়ে গাওয়া যায়।
পকড় : র ম র স, ণ্ প্ ম্ ণ্ ধ্, ন স।


তথ্যসূত্র: