ভিন্নবলিতা
প্রাচীন ভারতীয় একটি রাগ বিশেষ।  এর ভিন্ন নাম ভিন্নবলিতা।

খ্রিষ্টীয় দ্বিতীয়-তৃতীয় শতাব্দীতে ভরতের পুত্র ও শিষ্য শার্দুল হিন্দোলকে ভাষা রাগ হিসেবে উল্লেখ করেছেন। এই ভাষারাগ থেকে উৎপন্ন বিভাষা রাগের যে তালিকা দিয়েছিলেন- তার ভিতরে ভিন্নবলিতার নাম পাওয়া যায়। 

খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে মতঙ্গের রচিত বৃহদ্দেশী গ্রন্থে- এই রাগটির নাম 'ভিন্নবলিতা'-ই ছিল।
এই সময় রাগটি
হিন্দোল গ্রামরাগের অন্তরগত একটি ভাষা রাগ হিসেবে বিক্রম দেশে প্রচলিত ।  বৃহদ্দেশীতে এই রাগের যে পরিচয় পাওয়া যায়, তা হলো-

ভিন্নবলিতা রাগের পরিচিত
গ্রাম: ষড়্‌জ গ্রাম
গ্রামরাগ: হিন্দোল
জাতি: ষাড়ব-ষাড়ব (ধৈবত বর্জিত)
অংশস্বর: গান্ধার
ন্যাস স্বর: গন্ধার
বৃহদ্দেশীতে প্রদেয় উদাহরণ
   
 গা  গা  রী  সনি  ধা  ধা  নী পা পা  নী  সা  সা  গা  সা সা  সা
      পা  নী সা  গা  মা  পা  নী   পা  মা  সা  রী   সা   নিনি  নী  নী মা
      গা গা  সা  নী  নী  নী  নী   সা  মা  গা  সা  নী সা  সা
 
তথ্যসূত্র:
  • বৃহদ্দেশী। মতঙ্গ। সম্পাদনা রাজ্যেশ্বর মিত্র। সংস্কৃত পুস্তক ভাণ্ডার। ১৯৯২। অধ্যায়: রাগ।  পৃষ্ঠা: ২৪২।