প্রত্মতাত্ত্বিক যাদুঘর, ক্রিট |
পার্সিফোনি
গ্রিক
Περσεφόνη>ইংরেজি
Persephone।
পাতালপুরী তথা মৃত্যুপুরীর রানি। সমতূল্যা রোমান দেবী
Proserpina
(প্রোসের্পিনা)।
জিউস -এর ঔরসে
কৃষিপণ্য বা ফসলের দেবী
ডিমিটর-এর গর্ভে
জন্মগ্রহণ করেন। এঁর অপর বোনের নাম ছিল
জাগ্রে্য়ুস।
পাতালপুরীর শাসক
হেডিজ
পার্সিফোনি-কে অপহরণ করে বিবাহ করেন।
প্রেমের দেবী
এ্যাফ্রদাইতি'র,
পুত্র
হিসাবে
এরস
তাঁর প্রেমময় পুষ্পবাণ
হেডিজ-এর উপর
নিক্ষেপ করেন। ফলে
হেডিজ'র
ভিতরে প্রেমের আবেগ সঞ্চারিত হয়।
এই সময়
পার্সিফোনি
সিসিলির আরেটুজা ঝর্নাতে কিছু জলপরীর সাথে ফুল কুড়াছিলেন এবং খেলা করছিলেন। এই সময়
হেডিজ
তাঁর কালো ঘোড়ায় চড়ে এই স্থানে এসে হাজির হন। এখানে তিনি
পার্সিফোনি-কে দেখে
মোহিত হয়ে পড়েন।
হেডিজ নার্সিসাস ফুল দিয়ে
পার্সিফোনি-কে মোহিত করে, তাঁর সহচরীদের
থেকে দূরে নিয়ে যান। এরপর
তিনি
পার্সিফোনি-কে
অপহরণ করে পাতালপুরীতে নিয়ে যান।
এরপর তিনি পার্সিফোনি-কে
বিবাহ করেন। এই
অপহরণের বিষয়টি এতটা দ্রুত এবং গোপনীয়ভাবে ঘটে যে, নয়দিন ধরে তাঁর মা
ডিমিটর নানাভাবে খোঁজ
করেও সন্ধান লাভ করতে পারেন নি।
অবশেষ
ডিমিটর যখন বিষয়টি জানতে
পারলেন, তখন তিনি
অলিম্পাস থেকে ছদ্মবেশে পৃথিবীতে
নেমে এলেন এবং পৃথিবীতে বৃক্ষের জন্ম রোধ করে, পৃথিবীকে মরুভূমিতে পরিণত করার
ব্যবস্থা নিলেন। এরপর
ক্রমে মরুভূমিতে পরিণত হওয়া পৃথিবীকে
রক্ষা করার জন্য,
জিউস তৎপর হয়ে উঠেন। কিন্তু ডিমিটর
জিউস ও অন্যান্য দেবাদেবীর আবেদন উপেক্ষা করে অনড় রইলেন। ফলে
জিউস এই বিষয়ের
মধ্যস্থতা করার জন্য
হের্মেজকে পাতালপুরীতে
পাঠান। হের্মেজ পাতালে
গিয়ে দেখলেন যে,
পার্সিফোনি ও
হেডিজ পাশাপাশি সিংহাসনে বসে আছেন।
হের্মেজ তখন
জিউস-এর
আদেশ অনুসারে
পার্সিফোনি-কে ছেড়ে দিতে বলেন।
জিউস-এর আদেশ উপেক্ষা করার ক্ষমতা
হেডিজ-এর
ছিল না। তাই তিনি বিশেষ অনুরোধে
পার্সিফোনি-কে একটি ডালিম খেতে দেন। এরপর
হের্মেজ তাঁর রথে করে
পার্সিফোনি-কে
এনে ডিমিটর-এর কাছে পৌঁছে দেন।
ডিমিটর কন্যাকে কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন। কিন্তু যখন শুনলেন যে পাতালপুরীতে
তিনি
হেডিজ-এর
দেওয়া একটি ডালিম খেয়েছেন, তখন অত্যন্ত ভেঙে পড়লেন। কারণ কেউ পাতালপুরীর কোনো খাদ্য
গ্রহণ করলে, সে আর জীবিতলোকে থাকতে পারে না। এরপর দেবকূলের প্রাচীন দেবী
রিয়া এসে এর মীমাংশা
করে দিয়ে বললেন,
পার্সিফোনি বৎসরের এক-তৃতীয়াংশ সময় মৃত্যুপুরী তথা
পাতালপুরীতে থাকবে। বাকি সময় সে দেবতাদের মধ্যে বসবাস করতে পারবে।
এরপর থেকে পাতালের রানি হিসেবে অভিহিত হতে থাকেন। একবার ল্যাপথিয়ারের রাজা পেইরিথায়ুস এবং তাঁর বন্ধু পার্সেয়ুস পার্সিফোনি-কে অধিকার করার জন্য নরকের পথে রওনা দিলে, হেডিজ এই দুইজনক নরকে বন্দী করে রাখেন।
তথ্যসূত্র :
greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
edith
hamilton mythology/new american library
http://www.pantheon.org/areas/mythology/europe/greek/