অবতার
ঊর্ধ্বক্রমবাচকতা
{
অবতার |
হিন্দু
দেবতা
|
দেবতা
|
দৈবসত্তা
|
অতিপ্রাকৃতিক সত্তা
|
বিশ্বাস
|
প্রজ্ঞা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
হিন্দু পৌরাণিক কাহিনি মতে–
মানুষ, অতিমানব বা প্রাণীর আকারে আবির্ভূত হিন্দু দৈবশক্তি (বিশেষত বিষ্ণু)।
এই
অর্থে- অবতার। (রামচন্দ্র
নারায়ণের
অবতার
ছিলেন)।
হিন্দু ধর্মমতে
দেবতারা সৃষ্টির কল্যাণের জন্য কখনো কখনো মানুষ বা অন্য কোনো মূর্তিতে আবির্ভূত
হতেন।
দেবতাদের এরূপ আবির্ভাবকে অবতার হিসাবে চিহ্নিত করা হয়।
এরূপ বিষ্ণুর দশ অবতার সম্পর্কে হিন্দু পুরাণে উল্লেখ রয়েছে।
সত্যযুগে আবির্ভূত চার
অবতার:
১. মৎস্য অবতার,
২. কূর্ম অবতার,
৩. বরাহ অবতার
৪. নৃসিংহ অবতার।
ত্রেতাযুগের তিন অবতার :
৫. বামন অবতার,
৬. পরশুরাম অবতার
৭. রামচন্দ্র
দ্বাপর যুগের অবতার :
৮.
কৃষ্ণ : ইনি দ্বাপর যুগের একমাত্র অবতার।
এঁর সময় কুরুক্ষেত্রের
যুদ্ধ সংঘটিত হয়েছিল।
কলি যুগের অবতার :
৯.
বুদ্ধ
১০. কল্কি অবতার।