অধীশ
বানান বিশ্লেষণ: অ+ধ্+ঈ+শ্+অ
উচ্চারণ: o.d̪ʰ.iʃ
(ও.ধিশ্ )।
শব্দ-উৎস:
সংস্কৃতঅধীশ >
বাংলাঅধীশ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অধি-
√
ঈশ্(অধিপতি) +
অ (অচ্),
কর্তৃবাচ্য।
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {সার্বভৌম
| শাসক |
ব্যক্তি |
জীবসত্তা
|
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক
সত্তা |
সত্তা | }
অর্থ: সার্বভৌম পুরুষ-শাসক।
সমার্থক শব্দাবলি: অধীশ, নরপতি, নৃপতি, ভূপতি,
রাজ, রাজন, রাজা
ইংরেজি:
king, male monarch, Rex
যুক্ত শব্দ: