রাজ
বানান বিশ্লেষণ:র্+আ+জ্+অ
উচ্চারণ: raɟ
(রাজ্)।
শব্দ-উৎস:
সংস্কৃত রাজ>
বাংলা রাজ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
- রাজন্
(√
রাজ্ (শোভা) +
অন (কনিন্)>
রাজ
- গ্রহসমূহের রাজন্ (রাজ)/
ষষ্ঠী তৎপুরুষ সমাস।
স্বাধীনভাবে এই শব্দ ব্যবহৃত হয় না।
সমাসবদ্ধ পূর্ব উত্তরপদের রাজা বা রাজন শব্দ, 'রাজ' হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া
প্রত্যায়ন্তে রাজ শব্দ ব্যবহৃত হয়।
পদ:
বিশেষ্য
যুক্তশব্দ:
- পূর্বপদ:
রাজকন্যা, রাজকবি, রাজকর, রাজকর্ম, রাজকার্য, রাজকর্মচারী, রাজকুমার,
রাজকুল, রাজকোষ, রাজগাঁড়, রাজগামী, রাজগ্রীব, রাজচক্রবর্তী, রাজচ্ছত্র,
রাজটিকা, রাজতিলক, রাজাড়া, রাজতন্ত্র, রাজতিলক, রাজত্ব, রাজদণ্ড, রাজদত্ত,
রাজদন্ত, রাজদম্পতি, রাজদরবার, রাজদুলাল, রাজদূত, রাজদ্রোহ, রাজদ্রোহিতা,
রাজদ্রোহী, রাজদ্বার, রাজধর্ম, রাজধানী, রাজনন্দন, রাজনন্দিনী, রাজনামা,
রাজনিয়ম, রাজনীতি, রাজনৈতিক, রাজনীতিজ্ঞ, রাজপট্ট, রাজপথ, রাজপাট, রাজপুত,
রাজপুত্র, রাজপুরী, রাজপুরুষ, রাজপুষ্প, রাজপ্রমুখ, রাজপ্রসাদ, রাজপ্রসাদ,
রাজপুরী, রাজভবন, রাজবংশ, রাজবংশীয়, রাজবর্ত্ম, রাজবন্দী, রাজবল্লভ, রাজবল্লি,
রাজবাটি, রাজবাড়ি ।
-
উত্তরপদ: মহারাজ,
গ্রহরাজ,
হংসরাজ
- প্রত্যয়জাত:
রাজক, রাজকীয়, রাজন্য, রাজন্যক