হংসরাজ
বানান বিশ্লেষণ: হ্+অ+ং+স+অ+র্+আ+জ্+অ
উচ্চারণ: ɦɔŋ.ʃo.raɟ
(হঙ্.শো.রাজ্)
শব্দ-উৎস:
সংস্কৃত
হংস
+
রাজ>
বাংলা
হংসরাজ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
হংসগণের রাজা/
ষষ্ঠী তৎপুরুষ সমাস
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
জলচর পাখি |
পাখি |
মেরুদণ্ডী|
কর্ডেট |
প্রাণী |
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
অর্থ: হংসের রাজা, এই অর্থে রাজহাঁস
সমার্থক শব্দাবলি: রাজহাঁস, কলহংস।
ইরেজি: Swan
সূত্র:
- বঙ্গীয় শব্দকোষ (দ্বিতীয় খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
-
wordnet 2.1