অহিম
বানান বিশ্লেষণ:
অ+হ্ +ই+ ম্ +অ
উচ্চারণ: ɔ.ɦim
(অ.হিম্)
শব্দ-উৎস:
সংস্কৃত
অহিম>বাংলা
অহিম।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অ-হিম {√হন্ (হত্যা করা) +ম (মক্)=হিম (তুষার বা শিশির) +অ (অচ্)}।
অ (নয়) হিম/নঞ্ তৎপুরুষ সমাস।
পদ:
বিশেষণ
অর্থ: যা বরফের মতো শীতল নয়।
সমার্থক শব্দাবলি: উষ্ণ, গরম, তপ্ত।
ইংরেজি:
hot
যুক্তশব্দ: