হিম
বানান বিশ্লেষণ: হ্ +ই+ ম্ +অ
উচ্চারণ: ɦim (হিম্)
শব্দ-উৎস:
সংস্কৃত হিম>বাংলা হিম
১.
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: হন্ (হত্যা করা) +ম (মক্)=হিম (তুষার বা শিশির) +অ (অচ্)

পদ: বিশেষণ
অর্থ: যা বরফ বা শিশিরের ঠাণ্ডর মতো। সাধারণ অত্যন্ত শীতল।

সমার্থক শব্দাবলি: অতিশয় শীতল, বরফ-শীতল।
বিপরীতার্থক শব্দ:
অহিম
ইংরেজি :
Very cold
 

২. রূপতাত্ত্বিক বিশ্লেষণ: হন্ (হত্যা করা) +ম (মক্)

পদ: বিশেষ্য

১. ঊর্ধ্বক্রমবাচকতা  { স্ফটিক | কঠিন পদার্থ  | বস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ : ঠাণ্ডায় জমে যাওয়া পানি, যা স্ফটিকধর্মী হয়ে কঠিন পদার্থে পরিণত হয়।
সমার্থক শব্দাবলি:
তুহিন, তুষার, বরফ।
ইংরেজি :
ice, water ice

. ঊর্ধ্বক্রমবাচকতা  {বায়ুমণ্ডলীয় ঘনীভবন | বায়ুমণ্ডলীয় প্রপঞ্চ | ভৌত প্রপঞ্চ | প্রাকৃতিক প্রপঞ্চ | প্রপঞ্চ |  দৈহিক প্রক্রিয়া | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ : বাতাসের ভিতর বাস্পাকারে বিরাজমান জলকণা রাতের ঠাণ্ডায় জমে গিয়ে কোনো বস্তুর উপর বিন্দুর মতো জমে বা কোনো বস্তুর উপরিতলকে সিক্ত করে, তখন তাকে হিম বলা হয়।
সমার্থক শব্দাবলি: নীহার,
শিশির, হিম।
ইংরেজি :
dew

৩. ঊর্ধ্বক্রমবাচকতা { | সুরাঙ্গ | সুরশৈলী | সুর | স্বর | সাঙ্গীতিক স্কেল | সঙ্গীতোপযোগী ধ্বনি | শ্রবণ যোগাযোগ | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}

ভারতীয় সঙ্গীত শাস্ত্রে বর্ণিত রাগ বিশেষ।
       আরোহণ : প্ ধ্ প্, স র ম, গ ম প, ধ প র্স
       অবরোহণ : র্স ধ প, গ ম প, গ ম র স
       ঠাট : বিলাবল
       জাতি : ষাড়ব
       বাদী : স
       সমবাদী : প
       সময়: সন্ধ্যাবেলা


সূত্র :