অকর্মিষ্ঠা
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+র্+ম্+ই+ষ্+ঠ্+আ
উচ্চারণ:
ɔ.korm.miʃ.ʈʰa [অ.কোর্‌ম্‌.মিশ্‌.ঠা]
শব্দ-উৎস
সংস্কৃত অকর্ম্মিষ্ঠা> বাংলা অকর্মিষ্ঠা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ: বিশেষণ
অর্থ:

১. অপকর্মে নিষ্ঠা রয়েছে এমন নারী
২. সুকর্মে নিষ্ঠা নাই এমন নারী

বিপরীতার্থক শব্দ: অকর্মিষ্ঠ [পুংলিঙ্গার্থে]