অক্রিয়ানিষ্ঠ
বানান বিশ্লেষণ:
অ+ক্+র্+ই+য়্+আ+ন্+ই+ষ্+ঠ্+অ
উচ্চারণ:
[অক্.ক্রি.আ.নিশ্.ঠো] [
ɔk.kri.a.niʃ.ʈʰo]
শব্দ-উৎস:
সংস্কৃত
অক্রিয়ানিষ্ঠ>
বাংলা
অক্রিয়ানিষ্ঠ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অ-ক্রিয়া {√
কৃ
(করা) +
অ (শ)
,
ভাববাচ্য
+
আ (টাপ্)
} +
নিষ্ঠ
{নি- √
স্থা
(থাকা)+
অ (ক)
, ষত্ব বিধানে থ>ঠ,
কর্তৃবাচ্য্
}
অক্রিয়ায় (কুকর্ম) নিষ্ঠ/
সপ্তমী তৎপুরুষ সমাস
পদ:
বিশেষণ
অর্থ:
কুকর্মে
অনুরক্ত
বা কুকর্মে অভ্যস্ত।
সৎকার্যরহিত, নিন্দিত কর্মকারী।
সমার্থক শব্দাবলি:
অক্রিয়ানিরত
, অক্রিয়ানিষ্ঠ,
অক্রিয়ান্বিত
,
অক্রিয়াপর
,
অক্রিয়াযুক্ত
,
অক্রিয়ারত
,
অক্রিয়াসক্ত
।
বিপরীতার্থক শব্দ:
অক্রিয়ানিষ্ঠা
[স্ত্রীলিঙ্গার্থে]
সূত্র :
সরল বাঙ্গালা অভিধান
। সুবলচন্দ্র মিত্র।