অক্রিয়ানিষ্ঠ
বানান বিশ্লেষণ: অ+ক্+র্+ই+য়্+আ+ন্+ই‌+ষ্+ঠ্+অ
উচ্চারণ: [অক্.ক্রি.আ.নিশ্.ঠো] [
ɔk.kri.a.niʃ.ʈʰo]
শব্দ-উৎস: সংস্কৃত অক্রিয়ানিষ্ঠ> বাংলা অক্রিয়ানিষ্ঠ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ
অর্থ: কুকর্মে অনুরক্ত বা কুকর্মে অভ্যস্ত। সৎকার্যরহিত, নিন্দিত কর্মকারী।
সমার্থক শব্দাবলি: অক্রিয়ানিরত, অক্রিয়ানিষ্ঠ, অক্রিয়ান্বিত, অক্রিয়াপর, অক্রিয়াযুক্ত, অক্রিয়ারত, অক্রিয়াসক্ত
বিপরীতার্থক শব্দ:


সূত্র : 

  • সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র।