অকৃত্তা
বানান বিশ্লেষণ: অ+ক্+ঋ+ত্+‌ত্+আ
উচ্চারণ: [অ.কৃৎ.তা] [ɔ.krit̪.t̪a]
শব্দ-উৎস: সংস্কৃত অকৃত্তা> বাংলা অকৃত্তা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ
অর্থ: ছেদন করা হয় নি এমন (স্ত্রীলিঙ্গার্থে)
সমার্থক শব্দাবলি: অখণ্ডিতা, অছিন্না
বিপরীতার্থক শব্দ:


সূত্র: