বানান বিশ্লেষণ: অ+ক্+উ+ফ্
উচ্চারণ:
 [অ.কুফ] [ɔ.kuf]

শব্দ-উৎস:
আরবি  وقوف কূফ্ম>বাংলা অকুফ
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {  সদ্বিবেচনা | বিজ্ঞত্ব | ব্যবহারিক জ্ঞান | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন  | বিমূর্ত-সত্ত | সত্তা |}
অর্থ:
যা সাধারণ জ্ঞান হিসেবে বিবেচিত হয়।
সমার্থক শব্দাবলি: অকুফ, আক্কেল, কাণ্ডজ্ঞান, সাধারণ জ্ঞান।
ইংরেজি:
common sense, good sense, gumption, horse sense, sense, mother wit


সূত্র :