অ
কুণ্ঠিতহৃদয়অ +√কুণ্ঠ্ (আলস্য, বৈকল্য, সংকোচ)+হৃদয় {√হৃ (হরণ করা) +ক্বিপ্ (০)=হৃ>হৃদ}+অয় (কয়ন)}
অকুণ্ঠিত হৃদয় যাহার/নঞ্ তৎপুরুষ সমাস।
পদ: বিশেষণ
অর্থ: যার হৃদয় (মন বা হৃদয়)
অকুণ্ঠিত (সরল)।
সমার্থক শব্দাবলি:
অকপটচিত্ত,
অকপটমন,
অকুণ্ঠ,
অকুণ্ঠচিত্ত,
অকুণ্ঠপ্রাণ,
অকুণ্ঠমন,
অকুণ্ঠমনা,
অকুণ্ঠহৃদয়,
অকুণ্ঠিত,
অকুণ্ঠিতচিত্ত,
অকুণ্ঠিতপ্রাণ,
অকুণ্ঠিতমন,
অকুণ্ঠিতহৃদয়।