অংগুস্তান
বানান্ বিশ্লেষণ : অ +ং+গ্+উ+স্+ত্+আ+ন্+আ।
উচ্চারণ : oŋ.gus.t̪a.na (ওঙ্‌.গুস্‌.তা.না)

শব্দ-উৎস: ফার্সি  انگشت (অঙ্গুশ্‌ত) + انه (আনহ্, ফারসি প্রত্যয়)=অংগুস্তানাহ্>বাংলা অংগুস্তানা
পদ: বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা {| অঙ্গুলাবরণ | নিরাপত্তা টুপি | প্রতিরক্ষক আবরক | আবরক | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}


অর্থ: যন্ত্র ছাড়া সেলাইয়ের কাজের সময়, সূচের খোঁচা থেকে রক্ষা পাওয়ার জন্য আঙুলে ব্যবহৃত ছোট মাপের আচ্ছাদন বিশেষ।
সমার্থক শব্দাবলি: অংগুস্তানা,
অঙ্গুলাবরণ, অঙ্গুলিত্র, অঙ্গুলিত্রাণ, অঙ্গুলিষঙ্গ, আঙুস্তান
ইংরেজি:
thimble


সূত্র :