অঙ্গুলাবরণ
বানান বিশ্লেষণ : অ+ঙ্+গ্+উ+ল্+আ+ব্‌+অ+র্+অ+ণ্+অ।

উচ্চারণ: oŋ.gu.la..ron (ওঙ্‌.গু.লা.ব.রোন্)

অঙ্গু =ওঙ্.গু (ঙ্গ-এর সাথে উ-কার থাকায় অ ধ্বনি ও ধ্বনিতে পরিণত হয়। যুক্তবর্ণ ঙ্গ বিভাজিত হয়ে ঙ্.গ-এ পরিণত হয়। পূর্বের ও ধ্বনির সাথে ঙ্ যুক্ত হয়ে একাক্ষর ওঙ্ ধ্বনিতে পরিণত হয়। অবশিষ্ট গু ধ্বনি একাক্ষর হিসেবে প্রকাশিত হয়।

লা=লা (আকারযুক্ত ল্ ধ্বনি একাক্ষর লা ধ্বনি তৈরি করে)

বরণ=ব.রোন্ (তিনটি আকারযুক্ত ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে মধ্যবর্তী বর্ণ ওকারান্ত হয়। এক্ষেত্রে প্রথম বর্ণ অর্ধ-বিবৃত হয়। রো ধ্বনির সাথে রুদ্ধ ন্ যুক্ত হয়ে একাক্ষর রোন্ ধ্বনি উৎপন্ন করে।)

শব্দ-উৎস: সংস্কৃত ङ्गुलावरण (অঙ্গুলাবরণ)>বাংলা অঙ্গুলাবরণ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| অঙ্গুলাবরণ | নিরাপত্তা টুপি | প্রতিরক্ষক আবরক | আবরক | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ:

১. যন্ত্র ছাড়া সেলাইয়ের কাজের সময়, সূচের খোঁচা থেকে রক্ষা পাওয়ার জন্য আঙুলে ব্যবহৃত ছোট মাপের আচ্ছাদন বিশেষ।
সমার্থক শব্দাবলি: অংগুস্তানা, অঙ্গুলাবরণ,
অঙ্গুলিত্র, অঙ্গুলিত্রাণ , অঙ্গুলিষঙ্গ, আঙুস্তান

২. ধনুকের জ্যাকে আকর্ষণ করার সময় আঙ্গুলকে রক্ষা করার জন্য পরিধানযোগ্য আবরণ।
সমার্থক শব্দাবলি: অঙ্গুলাবরণ, অঙ্গুলিত্র, অঙ্গুলিত্রাণ।
ইংরেজি: thimble