অংশুজাল 
বানান বিশ্লেষণ: 
অ+ং+শ্+উ+জ্+আ+ল্+অ
উচ্চারণ: oŋ.ʃu.ɟal 
(ওঙ্.শু.জাল্)
ওঙ্ শু[পরবর্তী ধ্বনি উকারযুক্ত হওয়ায় অং ধ্বনি ওঙ্ ধ্বনিতে পরিণত হবে। উকারান্ত শ্ ধ্বনি, একাক্ষর শু ধ্বনি তৈরি করবে]
জাল্ [জা ধ্বনির সাথে রুদ্ধ ল্ ধ্বনি একাক্ষর জাল্ ধ্বনি উৎপন্ন করবে]
শব্দ-উৎস:সংস্কৃত
अंशुजाल 
অংশুজাল>বাংলা
অংশুজাল।
রূপতাত্ত্বিক 
বিশ্লেষণ: 
অংশু {√অশ্ (ব্যাপ্ত হওয়া) +উ (কু), কর্তৃবাচ্য} + জাল {√জল্ (আচ্ছাদন করা) +অ (অচ্), কর্তৃবাচ্য}।
অংশুর জাল (সমূহ)/ষষ্ঠী তৎপুরুষ সমাস।
পদ: 
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{|
আলো
| 
আলোক-রাসায়নিক বিকিরণ
| 
বিদ্যুৎ-চুম্বকীয় বিকিরণ
| 
বিকিরণ
| 
শক্তি
| 
দৈহিক 
প্রপঞ্চ 
| 
প্রাকৃতিক প্রপঞ্চ
| 
প্রপঞ্চ
| 
প্রক্রিয়া
|
দৈহিক 
সত্তা
| 
সত্তা
|}
অর্থ: অংশুর (আলো) সমাহারে সৃষ্ট
জালিকা। 
বা আলোর শ্রেণি এই অর্থে অংশুজাল।
সমার্থক শব্দাবলি: 
অংশুজাল, 
অংশুমালা, 
আলোকজাল, 
আলোকমালা,
আলোকরাশি,
করমালা, কিরণজাল, কিরণমালা,
 
কিরণরাশি,
রশ্মিজাল। 
ইংরেজি : 
a stream of rays।
সূত্র :