আলোকজাল
বানান বিশ্লেষণ:
আ+ল্+ও+ক্+অ
উচ্চারণ: 
a.lok.ɟal
(আ.লোক্).জাল্।
আ.লোক্ [আ এবং লোক্ দুটি একাক্ষর হিসেবে উচ্চারিত হয়]
শব্দ-উৎস: 
সংস্কৃত
आलोकजाल 
(আলোকজাল)>বাংলা 
আলোকজাল।
রূপতাত্ত্বিক 
বিশ্লেষণ: 
পদ: 
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{|
আলো
| 
আলোক-রাসায়নিক বিকিরণ
| 
বিদ্যুৎ-চুম্বকীয় বিকিরণ
| 
বিকিরণ
| 
শক্তি
| 
দৈহিক 
প্রপঞ্চ 
| 
প্রাকৃতিক প্রপঞ্চ
| 
প্রপঞ্চ
| 
প্রক্রিয়া
|
দৈহিক 
সত্তা
| 
সত্তা
|}
অর্থ: আলোকের 
সমাহার অর্থে আলোকজাল।
সমার্থক শব্দাবলি: 
অংশুজাল, 
অংশুমালা, 
আলোকজাল, আলোকমালা,
আলোকরাশি,
করমালা, কিরণজাল, কিরণমালা,
কিরণরাশি। 
ইংরেজি : 
a stream of rays।