কর
বানান বিশ্লেষণ: ক্+অ+র্+অ+ম্+আ+ল্+আ
উচ্চারণ: .ro.mala
(ক.রো.মা.লা)।

ক.রো.মা.লা [কর শব্দটি মালার সাথে সমাসবদ্ধ হয়ে যৌগিক শব্দ তৈরি করে। ফলে কর্ শব্দটি ক.রো ধ্বনিতে পরিণত হয়। সব মিলিয়ে, ক. রো. মা.লা চারটি একাক্ষর হিসেবে উচ্চারিত হয়।]

শব্দ-উৎস: সংস্কৃত करमाला করমালা>বাংলা করমালা
কর+ {
কৃ (করা) +অ (অপ্)  }+ মালা {Öমা (পরিমাণ) +লা (গ্রহণ করা) +অ (ক), কর্তৃবাচ্য+আ (টাপ্)}
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
| আলোক-রাসায়নিক বিকিরণ | বিদ্যুৎ-চুম্বকীয় বিকিরণ | বিকিরণ | শক্তি | দৈহিক প্রপঞ্চ | প্রাকৃতিক প্রপঞ্চ | প্রপঞ্চ | প্রক্রিয়া | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: আলোকের দ্বারা সৃষ্ট সজ্জা। যা অকুস্থল থেকে কিছু দূরত্ব পর্যন্ত সজ্জিত দশায় দেখা যায়। করমালা মনুষ্যসৃষ্ট বা প্রাকৃতিক নিয়মে সৃষ্ট হতে পারে। বিবাহের অনুষ্ঠানের করমালাকে আলোকসজ্জা বলা হয়। এটি মনুষ্যসৃষ্ট। কিন্তু সূর্যের করমালা কিম্বা রাত্রিবেলায় সমুদ্রের ঢেউয়ে সৃষ্ট ফসফরাসের আলোকমালা প্রাকৃতিক।