অংশুমালা
বানান বিশ্লেষণ: অ+ং+শ্+উ+ম্+আ+ল্+আ
উচ্চারণ: oŋ.ʃu.ma.la (ওঙ্‌.শু.মমা.লা)

ওঙ্.শু [পরবর্তী ধ্বনি উকারযুক্ত হওয়ায় অং ধ্বনি ওঙ্ ধ্বনিতে পরিণত হবে এবং উকারান্ত শ্ ধ্বনি, একাক্ষর শু ধ্বনি তৈরি করবে]
মা.লা [মা এবং লা দুটি একাক্ষর হিসেবে উচ্চারিত হয়]

শব্দ-উৎস: সংস্কৃত अंशुमाला অংশুমালা >বাংলা অংশুমালা

রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| আলো | আলোক-রাসায়নিক বিকিরণ | বিদ্যুৎ-চুম্বকীয় বিকিরণ | বিকিরণ | শক্তি | দৈহিক প্রপঞ্চ | প্রাকৃতিক প্রপঞ্চ | প্রপঞ্চ | প্রক্রিয়া | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: অংশুর (আলোর) শ্রেণি এই অর্থে আলোকমালা।
সমার্থক শব্দাবলি:
অংশুজাল, অংশুমালা আলোকজাল, আলোকমালা, আলোকরাশি, করমালা, কিরণজালকিরণমালা, কিরণরাশি, রশ্মিজাল
ইংরেজি:
a stream of rays


সূত্র :