কিরণরাশি
বানান বিশ্লেষণ:
ক্+ই+র্+অ+ণ্+অ+র্+আ+শ্+ই
উচ্চারণ: 
ki.rɔn. raʃi
(কি.রন্.রা.শি)।
কি.রন্ [কি একাক্ষর হিসেবে উচ্চারিত হয়। অবশিষ্ট রন্ একাক্ষর হিসেবে উচ্চারিত হয়]
রা.শি [রা এবং শি দুটি একাক্ষর হিসেবে উচ্চারিত হবে]
শব্দ-উৎস: 
সংস্কৃত
किरणराशि
(কিরণরাশি)>বাংলা 
কিরণরাসি।
রূপতাত্ত্বিক 
বিশ্লেষণ: 
কিরণ {√কৃ (করা) +অন (ক্যুন), কর্তৃবাচ্য}+রাশি {√অশ্ (ব্যাপ্ত হওয়া) +ই (ইণ্), কর্তৃবাচ্য।}
পদ: 
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা 
{
| 
আলোক-রাসায়নিক বিকিরণ
| 
বিদ্যুৎ-চুম্বকীয় বিকিরণ
| 
বিকিরণ
| 
শক্তি
| 
দৈহিক প্রপঞ্চ
| 
প্রাকৃতিক প্রপঞ্চ
| 
প্রপঞ্চ 
| 
প্রক্রিয়া
|
দৈহিক সত্তা
|
সত্তা
|}
অর্থ: 
আলোকের সমাহারে সৃষ্ট দশা। 
সমার্থক শব্দাবলি: 
অংশুজাল, 
আলোকজাল, আলোকরাশি, 
করমালা,  
কিরণজাল, কিরণমালা,
কিরণরাশি, 
কিরণসমূহ, রশ্মিসমূহ। 
ইংরেজি : 
a stream of rays।