অমনি
বানান বিশ্লেষণ: অ+ম্‌+অ+ন্ +ই।
উচ্চারণ:
om.ni (অম্.নি)
শব্দ-উৎস: সংস্কৃত অমুষ্মিন্> বাংলা অমন + ই =অমনি
পদ : বিশেষণ
১. অর্থ: প্রথাগত পোশাক ছাড়া অবস্থা বা অনাবৃত দেহ।
সমার্থক শব্দাবলি :
    ১. ১. অনাবৃত, আদুর, খালি।
    ১. ২. আটপৌরে।
উদাহরণ : অমনি গায়ে সবার সামনে যেয়ো না।

১.৩. অর্থ:  আবশ্যকীয় উপাদান বা প্রয়োজন ব্যতীত।
সমার্থক শব্দাবলি:
১..১. তরকারিশূন্য। (ঘরে তরকারি ছিল না বলে অমনি ভাত দিতে হলো)।
১..২. শুধু শুধু। (কিছু বললামই না, অমনি রাগ হয়ে গেলো)।
২. পদ : বিশেষণ  ক্রিয়া-বিশেষণ
অর্থ: পূর্ব নির্দেশিত প্রকরণে বা পদ্ধতিতে

১. অকারণে। (কিছু বলতে না বলতেই অমনি রাগ করে চলে গে লো।
২. অনর্থক। (অমনি ঝগড়া করো না)
৩. উপহারবিহীন অবস্থায়। (অমনি হাতে নতুন কুটুমবাড়ি যেয়ো না)
৪. বিনামূল্যে (জোরজবরদস্তি)। (সে বড় ডাকাতে লোক, বাজারে গিয়ে যা পায়, অমনি নিয়ে আসে। দামের কথা বললে চোখ রাঙায়)
৫. বিনা পরিশ্রমে। (কাজ করে খাই, ঘরে অমনি টাকা আসে না)
৬. যেনতেন প্রকারে। (আয়-রোজগার নাই, সংসারটা অমনি চালিয়ে নিচ্ছি আর কি)
৭. তৎক্ষণাৎ।  (পাহাড়ি এলাকা। সূর্য ডুবলো, অমনি চারদিকে অন্ধকার নেমে এলো)।

সমার্থক শব্দাবলি : অইছে, অইসনি, অইসনী, অইসে, অইসেঁ, অমনি, ঐছনে, ঐছে, ঐপ্রকারে, ঐভাবে, ঐমতই, ঐরকমে, ঐরূপে, তৎপ্রকারে, তদ্রূপে, সেইপ্রকারে, সেইমতে, সেইরূপে, সেমতে, সেরূপে
ইংরেজি : like that


সূত্র: