অইসনি/অইসনী 
 
বানান বিশ্লেষণ: অ+ই+ স্+অ+ন্+ই/ঈ
উচ্চারণ: oi.so.ni 
(ওই.স্+অ+ন্+ই)
শব্দ-উৎস: 
সংস্কৃত ঐক্ষণ (ঐ +ক্ষণ)>
প্রাকৃত 
ঐছণ> মৈথিলি,
হিন্দিও
বাংলা 
ঐছন> 
বাংলা অইছন ঈ>অইসনী> অইসনি}।  
	পদ : 
	বিশেষণ 
{ ক্রিয়া-বিশেষণ }
অর্থ : পূর্ব নির্দেশিত প্রকরণে বা পদ্ধতিতে।
		সমার্থক শব্দাবলি : 
	অইছে, 
    অইসনি,
    অইসনী, 
অইসে,
	অইসেঁ,
    অমনি,
	ঐছনে,
	ঐছে,
	ঐপ্রকারে,
	ঐভাবে,
    ঐমতে,
    ঐরকমে,
    ঐরূপে,
    তৎপ্রকারে,
  	তদ্রূপে
	সেইপ্রকারে, 
	সেইমতে,
	সেইরূপে, 
	সেমতে
 	সেরূপে
 	।  
	
	
	শব্দ বিবর্তন:   
	-  সর্বপ্রাচীন নমুনা ৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ।  
	
		অইসনি চর্যা কুক্কুরীপা গাইউ।  
     দুলি দুহি পীঢ়া ধরণ ন জাই [তথ্য] 
	[পদ সংখ্যা ২]  
ইংরেজি:
like that  
 
 সূত্র : 
	-  চর্যাগীতি পরিক্রমা। ড. নির্মল দাশ। দে'জ সংস্করণ। জানুয়ারি ২০০৫। পৃষ্ঠা: ১১৫। 
 
- চর্যাগীতি পাঠ। ড. মাহবুবুল হক। 	পাঞ্জেরী পাবলিকেশান লি.। ঢাকা। জুলাই ২০০৯।
	 পৃষ্ঠা: ১৯। 
 
	-  
	চর্যাগীতিকা। সম্পাদনায় মুহম্মদ 
	আবদুল হাই ও আনোয়ার পাশা। স্টুডেন্ট ওয়েজ। অগ্রহায়ণ ১৪০২।
	পৃষ্ঠা: ৬৫। 
 
	-  বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। 
	নভেম্বর ২০০০। পৃষ্ঠা: ২