তদ্রূপে
 
বানান 
	বিশ্লেষণ : 
ত্+অ+দ্+র্+ঊ+প্+এ
	
	উচ্চারণ : 
t̪od̪.d̪ru.pe (তোদ্.দ্রু.পে)
আদ্য ত ওকারান্ত হবে। কারণ, পরব্র্তী দ্র-এর সাথে ঊ-কার আছে।
দ্র-এর ক্ষেত্র দ-ধ্বনি দুইবার উচ্চারিত হবে। কারণ দ-এর সাথে র-ফলা আছে।
প্+এ একাক্ষর পে তৈরি করবে।
শব্দ-উৎস : সংস্কৃত तद्ररूप তদ্রূপ>বাংলা তদ্রূপ +এ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ : 
তৎ (তাহা) হইয়াছে রূপ যাহার/
বহুব্রীহি সমাস+এ
পদ : 
	বিশেষণ
	 
{ভাব-বিশেষণ 
 
	|
ক্রিয়া-বিশেষণ}
	
		
		অর্থ : পূর্ব নির্দেশিত প্রকরণে বা পদ্ধতিতে।
সমার্থক শব্দাবলি :  
	অইছে, 
    অইসনি,
    অইসনী,
	অইসে, 
	অইসেঁ,
    অমনি,
	ঐছনে,
	ঐছে,
	ঐপ্রকারে,
	ঐভাবে,
    ঐমতই,
    ঐরকমে,
    ঐরূপে,
    তৎপ্রকারে,
    
    
      তদ্রূপে, 
      
সেইপ্রকারে, 
      
		সেইমতে,  
      
		সেইরূপে, 
    				
সেমতে,
    				
					সেরূপে।
সূত্র :