বানান বিশ্লেষণ : ঐ+প্+র+অ+ক্+আ+র্+অ +এ।
উচ্চারণ : oi.pro.ka.re (ওই.প্রো.কা.রে)
      ঐ= ওই (যৌগিক স্বরধ্বনি, একাক্ষর)
      প্র=প্রো (র-ফলা যুক্ত প-এর উচ্চারণ প্রো।
      কা=কা (ক্‌+আ, একাক্ষর কা ধ্বনি তৈরি করে)
      রে=রে (র্+এ, একাক্ষর কা ধ্বনি তৈরি করে)

শব্দ-উৎস : বাংলা ঐ-সংস্কৃত प्रकार (প্রকার)>বাংলা +এ।
রূপতত্ত্ব :

পদক্রম :
বিশেষণ  {নাম-বিশেষণ | সর্বনামবাচক}
অর্থ :  পূর্ব নির্দেশিত প্রকরণে বা পদ্ধতিতে।
সমার্থক শব্দাবলি :
অইছে, অইসনি, অইসনী, অইসে, অইসেঁ, অমনি, ঐছনে, ঐছে, ঐপ্রকারে, ঐভাবে, ঐমতই, ঐরকমে, ঐরূপে, তৎপ্রকারে,
তদ্রূপে, সেইপ্রকারে, সেইমতে, সেইরূপে, সেমতে, সেরূপে