অইসেঁ 
 
বানান বিশ্লেষণ: অ+ই+ স্+এঁ
 
উচ্চারণ: 
oi.sẽ 
 (ওই.সে)
শব্দ-উৎস: 
সংস্কৃত 
অয়াদৃশ >ঐক্ষণ(ঐ+ক্ষণ >
প্রাকৃত 
ঐছ> 
বাংলা ঐছ > ঐস >  অইস 
+এঁ ।
  
	পদ : 
	বিশেষণ 
{নাম-বিশেষণ | ক্রিয়া-বিশেষণ} 
অর্থ : পূর্ব নির্দেশিত প্রকরণে বা পদ্ধতিতে।
		সমার্থক শব্দাবলি: 
	অইছে, 
    অইসনি,
    অইসনী,  
অইসে,
	অইসেঁ,
    অমনি,
	ঐছনে,
	ঐছে,
	ঐপ্রকারে,
	ঐভাবে,
    ঐমতই,
    ঐরকমে,
    ঐরূপে,
    তৎপ্রকারে,
  	তদ্রূপে
	সেইপ্রকারে, 
	সেইমতে,
	সেইরূপে, 
	সেমতে
 	সেরূপে
 	।  
ইংরেজি:
	like that  
 
 
 সূত্র : 
	-  বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম 
	খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০। 
	 পৃষ্ঠা: ২