ঐছে
বানান বিশ্লেষণ : অ+ই+ছ্+এ 
উচ্চারণ  oi.ce 
 (ওই.ছে)
শব্দ-উৎস: 
সংস্কৃত ঈদৃশ>
প্রাকৃত অইস>ঐস>
হিন্দি ঐসে;
বাংলা ঐছে, ঐসে, অইছে।
	 
পদ : 
বিশেষণ { ক্রিয়া-বিশেষণ }
অর্থ : পূর্ব নির্দেশিত প্রকরণে বা পদ্ধতিতে।
সমার্থক শব্দাবলি : 
অইছে,
অইসনি,
অইসনী,
অইসে,
অইসেঁ,
অমনি,
ঐছনে, ঐছে,
ঐপ্রকারে,
ঐভাবে,
ঐমতে, 
ঐরকমে,
ঐরূপে,
তৎপ্রকারে,
তদ্রূপে,
সেইপ্রকারে,
সেইমতে,
সেইরূপে,
সেমতে,
সেরূপে ।
উদাহরণ:  নিত্যানন্দ প্রভু কহে ‒ ঐছে কৈছে হয়। চৈতন্যচরিতামৃত
ইংরেজি: like that 
 
 সূত্র : 
	-  বঙ্গীয় শব্দকোষ (প্রথম ও 
	দ্বিতীয় খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১। 
	
  
	-  বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা 
	অভিধান। মার্চ ২০০৫। 
	
 -  বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম 
	খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০