আরম্ভ
বানান বিশ্লেষণ: আ+র্+অ+ম্+ভ্+অ
উচ্চারণ: a.rom.bʱo
[অ.রোম্.ভো]
শব্দ-উৎস:
সংস্কৃত আরম্ভ>
বাংলা আরম্ভ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
{আ-{
√
রভ্(সবেগে গমন করা)
+
অ (ঘঞ্),
ভাববাচ্য}।
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{|
মনুষ্য কার্যকলাপ |
বিশেষ ঘটনা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা | }
-
অর্থ: ১. কোনো কাজ সক্রীয় করা
সমার্থক শব্দাবলি: আরম্ভ,
সূচন ।
উদাহরণ:
অবশেষ চেষ্টায় কাজটি আরম্ভ হলো।
-
অর্থ:
২. প্রাথমিকভাবে যে কোন কাজ বা বিষয় শুরু করার অবস্থা।
সমার্থক শব্দাবলি:
অবতারণা
আরম্ভ, আরম্ভণ, উপক্রম, উপক্রমণ, উপাকরণ, উপারম্ভ, উপোদ্ঘাত,
গোড়াপত্তন,
প্রস্তাবনা, প্রারম্ভ, শুরু, সূত্রপাত,
সূচন
সূচনা।
উদাহরণ: আরম্ভ ভালো না হলে, ভালো ফল আশা করা যায় না
ইংরেজি:
introduction, debut, first appearance,
launching, unveiling, entry
অর্থ: ৩ কোনো কিছু করার আগে,
যা শুরুতে উপস্থাপন করা হয়।
সমার্থক শব্দাবলি: অনুবন্ধ, অবতারণা, অবষ্টম্ভ, অবষ্টম্ভন, আরম্ভ,
আরম্ভণ, উপষ্টম, গৌরচন্দ্রিকা, প্রস্তাবনা, মুখবন্ধ, সূচনা।
উদাহরণ:
অনুষ্ঠানের আরম্ভটা বেশ।
অর্থ: ৪. কোনো বিষয় প্রচলন করা
সমার্থক শব্দাবলি: প্রবর্তন,প্রবর্তনা
উদাহরণ: তিনিই প্রথম এই অঞ্চলে লাইব্রেরি চর্চা আরম্ভ করেন।
ক্রিয়ামূল
-
নামধাতু
বিশেষ্য আরম্ভ>√ক্রিয়ামূল
আরম্ভ।
এর ভাবগত অর্থ- শুরু করা। কোন কাজ শুরু করার অর্থে এই ধাতুজাত সকর্মক ক্রিয়াপদ বাংলা কবিতায় ব্যবহৃত হয়েছে।
উদাহরণ: আরম্ভিলা মদনের যাগ/ভারতচন্দ্র
সংযোজক মূলক ধাতু হিসাবে
'আরম্ভ' :
-
আরম্ভ কর্: সকর্মক
ক্রিয়াপদ হিসাবে
√কর
ধাতু যুক্ত হয়। যেমন- আমি কাজটি আরম্ভ করেছি। দেখুন
√
কর
ধাতু।
-
আরম্ভ করা হ্ : সকর্মক
দ্বিত্ব ধাতুজাত ক্রিয়াপদ। আরম্ভ করা
√
হ।
যেমন- আরম্ভ করা হয়েছিল।
-
আরম্ভ হ। উৎপন্ন
ক্রিয়াপদগুলি √
হ
ধাতুর ক্রিয়ারূপে কাল ও পুরুষ রূপে প্রকাশ করা হয়। তবে এই অকর্মক ক্রিয়াপদগুলি
নাম-পুরুষের সাধারণ নির্দেশ ব্যবহৃত হয়। যেমন-গ্রীষ্মের শেষে বর্ষা আরম্ভ হয়,
কাল এই সময় বৃষ্টি আরম্ভ হয়েছিল, খেলা আরম্ভ হোক ইত্যাদি। দেখুন
√
হ
ধাতু। অসমাপিকা অর্থে- আরম্ভ হলে, আরম্ভ হতে, আরম্ভ হয়ে।
দ্বিত্ব ক্রিয়াপদযুক্ত
অসমাপিকা ক্রিয়াপদ:
-
আরম্ভ করতে করতে : দ্বিত্ব
ক্রিয়াপদযুক্ত অসমাপিকা ক্রিয়াপদ- করতে করতে। কাজটি আরম্ভ করতে করতে রাত হয়ে
গেল।
-
আরম্ভ করাতে করাতে :
দ্বিত্ব ক্রিয়াপদযুক্ত প্রযোজক অর্থে অসমাপিকা ক্রিয়াপদ- করাতে করাতে। কাজটি
আরম্ভ করাতে করাতে সময় ফুরিয়ে গেল।
-
আরম্ভ হতে হতে : কাজটি
আরম্ভ হতে হতে হলো না।