আরম্ভ
বানান বিশ্লেষণ: আ+র্+অ+ম্+ভ্+অ
উচ্চারণ:
a.rom.bʱo [অ.রোম্.ভো]
শব্দ-উৎস: সংস্কৃত আরম্ভ> বাংলা আরম্ভ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:  {আ-{
রভ্(সবেগে গমন করা) + অ (ঘঞ্), ভাববাচ্য}।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| মনুষ্য কার্যকলাপ | বিশেষ ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | } ক্রিয়ামূল সংযোজক মূলক ধাতু হিসাবে 'আরম্ভ' : দ্বিত্ব ক্রিয়াপদযুক্ত অসমাপিকা ক্রিয়াপদ:
  • আরম্ভ করতে করতে : দ্বিত্ব ক্রিয়াপদযুক্ত অসমাপিকা ক্রিয়াপদ- করতে করতে। কাজটি আরম্ভ করতে করতে রাত হয়ে গেল।
  • আরম্ভ করাতে করাতে : দ্বিত্ব ক্রিয়াপদযুক্ত প্রযোজক অর্থে অসমাপিকা ক্রিয়াপদ- করাতে করাতে। কাজটি আরম্ভ করাতে করাতে সময় ফুরিয়ে গেল।
  • আরম্ভ হতে হতে : কাজটি আরম্ভ হতে হতে হলো না।