বোধ
বানান্ বিশ্লেষণ: ব্+ও+ধ্+অ।
উচ্চারণ:
bod̪ʰ
(বোধ্)
শব্দ-উৎস:
সংস্কৃত বোধ>
বাংলা বোধ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√বুধ্ (জানা)+
অ (ঘঞ্),
ভাববাচ্য
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
সুপ্রজ্ঞা দশা |
মনোগত দশা |
সত্তাগুণ |
বিমূর্তন |
বিমূর্ত-সত্তা |
সত্তা |
}
অর্থ:
কোনো পরিস্থিতি বা নিজের সম্পর্কে সুপ্রজ্ঞাজাত মনোদশা।
সমার্থক শব্দাবলি: চেতনা, বোধ।
ইংরেজি:
consciousness
যুক্তশব্দ:
সূত্র :