১. যার দ্বারা গমন করা যায়।
সমার্থক শব্দাবলি: পা, পদ।
যুক্তশব্দ:
- পূর্বপদ: চরণকমল, চরণচারী, চরণপদ্ম, চরণসেবা, চরণাম্বুজ, চরণারবিন্দ
২. যারা দ্বারা অধীনস্ত ভাব প্রকাশ পায়।
সমার্থক শব্দাবলি: অনুগত, অধীনস্ত।
যুক্তশব্দ:
- পূর্বপদ: চরণদাসী
৩. যারা দ্বারা শ্রদ্বার সাথে সেবার মনোভাব প্রকাশ পায়। 'চরণ' পূজনীয় স্থান হিসেবে বিবেচনা করা হয়
সমার্থক শব্দাবলি: সেবাস্থান, পূন্যস্থান
যুক্তশব্দ:
- পূর্বপদ: চরণধূলা, চরণধূলি, চরণরেণু
৪. যার দ্বারা কাব্যের গতি সঞ্চার হয়
সমার্থক শব্দাবলি: পংক্তি, পদ।
যুক্তশব্দ:
- পরপদ: কাব্যচরণ
৫. যার দ্বারা যথাযথ নিয়মানুসারে অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অর্থে চরণ শব্দটি পৃথকভাবে ব্যবহৃত হয় না। এক্ষেত্রে উপসর্গ যোগে কিম্বা অন্য শব্দের পরে এই শব্দ ব্যবহৃত হয়। যেমন-
- উপসর্গ যোগে: আচরণ
- অন্য শব্দের পরে: অক্রিয়াচরণ