এক
বানান বিশ্লেষণ: এ+ক্+অ
উচ্চারণ: æk
(এ্যাক্)
শব্দ-উৎস:
সংস্কৃত এক >
বাংলা এক
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√
ই(গমন করা) +
ক (কন)
পদ:
বিশেষ্য
one
।
শব্দ বিবর্তন:
সর্বপ্রাচীন নমুনা ৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ।
- এক সে শুণ্ডিনী দুই ঘরে সান্ধঅ/বিরুবাপাদানাম। চর্যাগীতিকা-৩)।
পদ:
বিশেষণ
(সংখ্যাবাচক)
২.১.
একক, এক সংখ্যক, একত্বযুক্ত অর্থে: এক দোষে সব গুণ ধুয়ে গেল।
২.২ একক পরিমাণ নির্দেশনা অর্থে : এক কেজি , এক টাকা ইত্যাদি
২.৩. মূখ্য, প্রধান, শ্রেষ্ঠ অর্থে-ঈশ্বর এক এবং অদ্বিতীয়।
২.৪. অনির্দিষ্ট অথচ একমাত্র বা শুধুমাত্র অর্থে- এক দেশে এক রাজা ছিল।
২.৫ অপর, অন্য অর্থে- বললে এক, আর কাজ করলে এক।
২.৬ অভিন্ন, একই রূপ অর্থে- সব শিয়ালের এক রা।
২.৭ একাগ্রতা, একনিষ্ঠতা অর্থে- মেয়েটা সারাদিন এক মনে সেলাই করে চলেছে।
২.৮ সততা, সত্যবাদিতা অর্থে- আমি এক কথার মানুষ, যা বলেছি তার নড়চড় হবে না।
২.৯ পূর্ণ, ভরাট, জমজমাট অর্থে - এক হাট লোকের সামনে এমন কথা বললে।
সূত্র :
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি
সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ। ১৪০৮।
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম ও
দ্বিতীয় খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা
অভিধান। মার্চ ২০০৫।
- বাংলা বানান চিন্তা (প্রথম ও
দ্বিতীয় খণ্ড)। অধ্যাপক পি. আচার্য। জুলাই ১৯৯৭।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও
দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- বাঙ্গালা শব্দকোষ। যোগেশচন্দ্র
রায় বিদ্যানিধি। ভূর্জপত্র। দোলযাত্রা ১৩৯৭।
- ব্যাবহারিক বাংলা উচ্চারণ অভিধান।
আনিসুজ্জামান, ওয়াহিদুল হক, জামিল চৌধুরী, নরেন বিশ্বাস। জাতীয় গণমাধ্যম
ইনসটিটিউট। ৮ ফাল্গুন ১৩৯৪
- ভাষাপ্রকাশ বাঙ্গালা ব্যাকরণ।
সুনীতিকুমার চট্টোপাধ্যায়। রূপম। মে ১৯৮৯।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব।
দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার
বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
wordnet 2.1