এক
বানান বিশ্লেষণ: এ+ক্+অ
উচ্চারণ:
æk (এ্যাক্)
শব্দ-উৎস: সংস্কৃত এক > বাংলা এক
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: (গমন করা) + ক (কন)
পদ: বিশেষ্য

পদ: বিশেষণ (সংখ্যাবাচক)

২.১. একক, এক সংখ্যক, একত্বযুক্ত অর্থে: এক দোষে সব গুণ ধুয়ে গেল।
২.২ একক পরিমাণ নির্দেশনা অর্থে : এক কেজি , এক টাকা ইত্যাদি
২.৩. মূখ্য, প্রধান, শ্রেষ্ঠ অর্থে-ঈশ্বর এক এবং অদ্বিতীয়।
২.৪. অনির্দিষ্ট অথচ একমাত্র বা শুধুমাত্র অর্থে- এক দেশে এক রাজা ছিল।
২.৫ অপর, অন্য অর্থে- বললে এক, আর কাজ করলে এক।
২.৬ অভিন্ন, একই রূপ অর্থে- সব শিয়ালের এক রা।
২.৭ একাগ্রতা, একনিষ্ঠতা অর্থে- মেয়েটা সারাদিন এক মনে সেলাই করে চলেছে।
২.৮ সততা, সত্যবাদিতা অর্থে- আমি এক কথার মানুষ, যা বলেছি তার নড়চড় হবে না।
২.৯ পূর্ণ, ভরাট, জমজমাট অর্থে - এক হাট লোকের সামনে এমন কথা বললে।


সূত্র :